কবিতার সম্মোহনী শক্তিতে জেগে ওঠে কবিদের মন। যারা নিজেকে আপাদমস্তক কবি হিসেবে গড়ে তুলতে চান, তারা নিয়মিত কবিতা লেখেন, কবিতা নিয়ে গভীর ভাবনায় নিমগ্ন থাকেন। আমিও সেটির বাইরে নই। কবিতাকে নিয়ে ভাবি, তারপর তাকে লিখি আর যত্নে রেখে দিই। এভাবেই কীভাবে যেন একেকটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যায়, তা টেরই পাই না।
‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’তে যতগুলো কবিতা আছে, তা খুব বেশিদিন আগে লেখা হয়েছে, তেমনটা না। বইটিতে স্থান পাওয়া পঞ্চাশটি কবিতা ২০২১ ও ২০২২ সালে লেখা হয়েছে। তার মানে দু-বছরে খুব বেশি কবিতা লিখিনি। কিন্তু কবিতাকে চিন্তা করে যে ঘরবসতি গড়েছি, তা আজীবনের জন্য। ভাবছি, প্রতিবছর কমপক্ষে একটি করে হলেও কবিতার বই প্রকাশ করব। তবেই না হয় কবি-মনের খায়েশ কিছুটা লাঘব হবে।
আমি সহজ শব্দে কবিতা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কঠিন শব্দে কিংবা অপূর্ণ বাক্যে লেখা কবিতা আমাকে টানে না। শুধু লেখক হিসেবে নয়, একজন পাঠক হিসেবেও আমার কাছে মনে হয়, কবিতায় প্রাঞ্জলতা, সহজবোধ্যতা ও সরলতা পাঠককে আকৃষ্ট করতে পারে বেশি। কঠিন বিষয় পাঠক পড়তে চায় না, মাথার ওপর দিয়ে যায়। যদিও কবিতা পাঠ করার চেয়ে আবৃত্তি করতে বা শুনতে ভালো লাগে, কিন্তু যে পাঠক কবিতাকে কবিতার ঢঙে পড়তে পারেন, তার কাছে কবিতার মতো উৎকৃষ্ট সাহিত্য আর কী-বা হতে পারে!
শেষত্বক, ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’তে প্রেম-ভালোবাসা, রাষ্ট্রভাবনাসহ নানান প্রসঙ্গ উঠে এসেছে। এসবের কোনো কিছুই আমার ব্যক্তিজীবনের প্রতিফলন নয়। পারিপার্শ্বিক চিন্তাচেতনা, বোধ-বিবেক, উপলব্ধি ও গভীর চিন্তা থেকেই কবিতাগুলো লেখা হয়েছে। তাই কোনো কবিতা পড়ে আমাকে ব্যর্থ, কোনো কবিতা পড়ে আমাকে প্রেমিক, কিংবা অন্যকিছু ভাববার কোনো সুযোগ নেই। কথাটি বলার কারণ এজন্যই যে কিছু পাঠকের মনে এ জাতীয় কৌতুহলের সৃষ্টি হয় এবং এ জাতীয় প্রশ্নে বিব্রতও হতে হয়। যাহোক, ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’র কবিতাগুলো পাঠক-মনে জায়গা করে নেবে, এ প্রত্যাশা রাখতেই পারি।
মোহাম্মদ অংকন
কবি
রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।