মোহাম্মদ অংকন’র নতুন ৩টি বইয়ের চুক্তি | আসছে মোহাম্মদ অংকনের নতুন ২ বই | শিশু-কিশোরদের ভিন্নধর্মী দুটি বই নিয়ে লেখাচিত্র প্রকাশনীর যাত্রা শুরু |

লেখা আহ্বান : বৈষম্যবিরোধী ছড়া-কবিতা

অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে লেখাচিত্র প্রকাশনী থেকে মোহাম্মদ অংকন সম্পাদিত ‘বৈষম্যবিরোধী ছড়া-কবিতা’ শিরোনামে একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত সংকলনে দেশ-বিদেশের যেকোনো কবি-ছড়াকার-লেখক নিম্নোক্ত নিয়ম মেনে ছড়া-কবিতা পাঠাতে পারবেন।
একটু খেয়াল করুন :
১) ছড়া-কবিতার বিষয়বস্তু হচ্ছে ‘বৈষম্যবিরোধ’ অর্থাৎ আপনার দৃষ্টিতে যেটাকে বৈষম্য মনে হয়, যেটাকে মনে হয় দুর্নীতি-অনিয়ম-বিশৃঙ্খলা, যেসব সংস্কার করা প্রয়োজন এবং আপনার পক্ষ থেকে প্রতিবাদ করা দরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো দরকার, তা নিয়ে ছড়া-কবিতা লিখুন।
২) নির্ধারিত বিষয় উপজীব্য করে সুন্দরভাবে ছড়া-কবিতায় উপস্থাপন করুন। একটি ছড়া-কবিতায় অসংখ্য বৈষম্যের কথা না এনে একটি-দুটি বৈষম্যকে চিহ্নিত করে বৈষম্যের বর্ণনা করুন ও সমাধান তুলে ধরুন।
৩) এক বা একাধিক ছড়া-কবিতা পাঠাতে পারেন; তবে একজনের একটি ছড়া-কবিতা মনোনীত হবে এবং ছড়া-কবিতা ১৬ থেকে ২৪ লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখুন, কোনোক্রমেই লাইন সংখ্যা ২৪ এর বেশি হওয়া যাবে না।
৪) ছড়া-কবিতার সাথে সংক্ষিপ্ত আকারে (সর্বোচ্চ ৬০ শব্দ) পরিচিতি এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ ঠিকানা দিতে হবে।
৫) উক্ত সংকলনে অংশগ্রহণের জন্য কোনো টাকা দিতে হবে না; তবে প্রকাশনাকে স্বাগত জানাতে কমপক্ষে একটি বই কিনে উৎসাহ দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং বই প্রকাশ হলে কর্তৃপক্ষ এ বিষয়ে যোগাযোগ করার অধিকার রাখবে।

বিনীত
মোঃ মেহেদি হাসান মুন্সী
প্রকাশক, লেখাচিত্র প্রকাশনী, ঢাকা।
প্রয়োজনে
মোহাম্মদ অংকন
সম্পাদক, বৈষম্যবিরোধী ছড়া-কবিতা
মোবাইল: ০১৭৩৮-৬৬০৮৫৫ (হোয়াটসঅ্যাপ)।

Picture of লেখাচিত্র ডেস্ক

লেখাচিত্র ডেস্ক

Leave a Replay

আমাদের সম্পর্কে

লেখাচিত্র একটি বাংলাদেশী বই প্রকাশনা ও বিক্রয় করার ওয়েবসাইট

সাম্প্রতিক পোস্ট

Follow Us

Untitlebbbd-removebg-preview.webp

ভাষা পরিবর্তন করুন